রবিবার, ২২ জুন ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

এ বছরই রাজনীতিতে পরিবর্তন আসবে, আশা ড. কামালের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯

চলতি বছরেই রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে তিনি এ আশা প্রকাশ করেন।

ড. কামাল বলেন, ‘ঐক্যফ্রন্টের পাশাপাশি গণফোরামকে আরও শক্তিশালী করা হবে। এ বছরের মধ্যেই রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে আশা করছি।’

দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধার এখন ঐক্যফ্রন্টের প্রধান লক্ষ্য জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, শক্তিশালী আন্দোলনের ওপরই অনেক কিছু নির্ভর করে।

এ সময় অচিরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষার আন্দোলন জোরদার করা হবে বলেও জানান ড. কামাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ