স্বদেশ ডেস্ক:
মহাকাশে পরমাণু অস্ত্র নিতে চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল তারা। তবে গতকাল বুধবার আনা সেই প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় সপ্তাহ আলোচনার পর এই প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র ও জাপান। তাদের দাবি, মহাকাশে পরমাণু নিয়ে গবেষণা করছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের দাবি, অ্যান্টি স্যাটেলাইট পরমাণু অস্ত্র বানাচ্ছে রাশিয়া। তবে রাশিয়া তা প্রত্যাখান করেছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এই প্রস্তাবকে কৌতুক বলে উপহাস করেছেন।
যুক্তরাষ্ট্রে উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, রাশিয়া ভোট দেয়নি। এতে আমাদের সন্দেহ যে তারা কিছু গোপন করছে।
নিরাপত্তা পরিষদের ১৩ সদস্যই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত ছিল চীন। আর ভেটো দিয়ে তা বাতিল করে দেয় রাশিয়া।
এর আগে চলতি বছরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিরোধিতা করে রাশিয়া।