শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজনীতি থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে: রিজভী

রাজনীতি থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে: রিজভী

স্বদেশ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ সব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, রিপোর্টে বাংলাদেশের গুম, খুন, গুপ্তহত্যা, কারানির্যাতনসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে আরও বলা হয়েছে-অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা—সমাবেশে বাধা প্রদানসহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ব্রিফিংয়ে মি. গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগজনক বলেছেন।

রিজভী অভিযোগ করেন, বর্তমান ডামি সরকারের ‘অভিন্ন হৃদয় বড় বন্ধু’ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। প্রায় প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্ত বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হচ্ছে। সোমবারও ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামী সরকার বিএসএফের ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারেনি।

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে হাসান মিয়াসহ প্রতিনিয়ত বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877