শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

সুখবর নেই আবহাওয়া বার্তায়, বিপর্যস্ত জনজীবন

সুখবর নেই আবহাওয়া বার্তায়, বিপর্যস্ত জনজীবন

স্বদেশ ডেস্ক:   

প্রখর তাপপ্রবাহ আর গরমে জনজীবন এক রকম বিপর্যস্ত। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

আজ রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মো. ওমর ফারুক জানান, রাতের তাপমাত্রা অনেক বেশি। আগামী ২৪ থেকে ২৫ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। তবে ২৭, ২৮ তারিখে আবার বেড়ে যাবে তাপমাত্রা। মে মাসেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, পূর্বের বছরগুলোর তুলনায় এবারে তাপমাত্রা বেশি। আগামী তিনদিন বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা কমে আসবে।

প্রসঙ্গত, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গরমের এই তীব্রতার মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত গরম থেকে নিস্তার পাওয়ার কোনো সুখবর নেই। কারণ আগামী অন্তত দুই দিন তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

এদিকে তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর তিন দিনের জন্য (১৯ থেকে ২১ এপ্রিল) তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে। এই অবস্থায় ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দিয়েছে সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877