বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

এখনো স্বাভাবিক হয়নি দুবাই বিমানবন্দর

এখনো স্বাভাবিক হয়নি দুবাই বিমানবন্দর

স্বদেশ ডেস্ক:

তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচের একাধিক দেশ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে সৃষ্টি হয়েছে বন্যা। পানিতে ডুবে গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল বুধবার বিমানবন্দর ডুবে যাওয়ার এক ভিডিও ভাইরাল হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের দ্বিতীয়-ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিতদুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বন্যার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বেশ কয়েকটি ‘অপারেশনাল চ্যালেঞ্জের’ মুখে পড়েছে। তাই একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বিমানবন্দরে আসতে মানা করেছে কর্তৃপক্ষ।

দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের অন্যত্র, প্রতিবেশী দেশ বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা।   গত সোমবার ভোররাত থেকে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সংযুক্ত আরব আমিরাতের সরকারি তথ্য অনুযায়ী, এবার ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার দিনের শেষভাগ পর্যন্ত দুবাইয়ে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিমানবন্দরের ভিডিওতে জলাবদ্ধ রাস্তায় উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়।  বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, তারা ‘খুবই চ্যালেঞ্জিং অবস্থার’ সম্মুখীন। এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বিমানবন্দরে আসতে মানা করেছে কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877