স্বদেশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলি পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্র সাহায্য করবে না।
রোববার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
অ্যাক্সিওস এবং সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, তাদের একটি ফোন কলে এ সিদ্ধান্ত হয়।
অ্যাক্সিওস জানায়, বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের যেকোনো পাল্টা আক্রমণের বিরোধিতা করবে।
সিএনএন জানায়, বাইডেন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এ জাতীয় কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না।
সূত্র : টাইমস অব ইসরাইল