স্বদেশ ডেস্ক:
হবিগঞ্জে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চিপস কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় নাজমা আক্তার নামের এক নারী শ্রমিক মারা গেছেন। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
জেলা প্রশাসক বলেন, ‘নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক আগুনের ভয়ে ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। অপর এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’