স্বদেশ ডেস্ক:
আরবি বর্ষপঞ্জিকায় নবম মাস পবিত্র রমজান এবার ৩০ দিন স্থায়ী হতে পারে। এমনটাই ধারণা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ৩০টি রোজা পূর্ণ হলে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার।
আজ রবিবার জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এ বছর রমজান মাস ৩০ দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাবে সৌদি আরব ও প্রতিবেশী দেশে আগামী বুধবার ১০ এপ্রিল ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সেই হিসাবে আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতরের প্রথম দিনটি নির্ধারণ করা হয়ে থাকে। চন্দ্র মাসগুলো ২৯ ও ৩০ দিন হয়ে থাকে। তাই আরবি মাস শুরুর জন্য চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হয়।
বাংলাদেশে ২৯ রোজা পূর্ণ হবে আগামী ৯ এপ্রিল। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন ১০ এপ্রিল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে ১১ এপ্রিল।
৩০ রোজা ধরেই সরকারি ছুটি
গত ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ঈদের ছুটি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘এবার দেখা যাচ্ছে যে, রমজান মাসের আগে দুটি মাস ২৯ দিন ছিল। সাধারণত পরপর তিনটি মাস ২৯ দিন হয় না। এটা হলো সাধারণ ওয়ে। আবহাওয়া অধিদপ্তরের যে রিপোর্ট, সেটি পর্যালোচনায় দেখা গেছে যে, এ বছরের রমজান আমাদের ৩০ দিনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)।’
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার। ক্যালেন্ডারে যেভাবে ছুটি করা আছে, ওভাবেই ছুটিটা থাকবে। ৮ ও ৯ তারিখে অফিস খোলা থাকবে। ওখানে (মন্ত্রিসভার বৈঠক) আলোচনা হয়েছিল। বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে।’
কাল চাঁদ দেখার আহ্বার সৌদি আরবের
সৌদি আরবে আগামীকাল সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য মুসলমান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৮ এপ্রিল সোমবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯ তারিখ। ওই দিন সন্ধ্যায় দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন অর্থাৎ ৯ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশটির ধর্মপ্রাণ মুসলামনরা। আর চাঁদ দেখা না গেলে সৌদিতে ৩০ রোজা শেষে ঈদ উদযাপন হবে আগামী ১০ এপ্রিল।
দেশটির মুসলমানের প্রতি আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, ৮ এপ্রিল সন্ধ্যায় খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতকে জানিয়ে সাক্ষ্য রেকর্ড করতে অনুরোধ করা হচ্ছে। তারা নিকটবর্তী কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট আশা করে, চাঁদ দেখার ক্ষমতা যাদের আছে, তারা যেন দেখার চেষ্টা করেন।