শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকার আকাশে মেঘ গুড় গুড়

ঢাকার আকাশে মেঘ গুড় গুড়

স্বদেশ ডেস্ক

রাজধানী ঢাকায় সকাল থেকেই মেঘলা আকাশ। ঝিরি ঝিরি বৃষ্টি ঝরছে। আকাশ ভেঙে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও তা হচ্ছে না। তবে ঝিরি ঝিরি বৃষ্টির সাথে বয়ে যাওয়া বাতাস কিছুটা স্বস্তি এনে দিচ্ছে রাজধানীবাসীকে।

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে তীব্র গরমে হাঁসফাঁস করছিল মানুষ। এ অবস্থায় ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির সুখবর দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকা এক আবহাওয়া পূর্বাভাসে এ খবর জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ; বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ সারাদেশে তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877