শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাদা ছোড়াছুড়ি বিষয়ে আমার কোনো মন্তব্য নেই : অপু বিশ্বাস

কাদা ছোড়াছুড়ি বিষয়ে আমার কোনো মন্তব্য নেই : অপু বিশ্বাস

স্বদেশ ডেস্ক

ঈদের কয়েকদিন পরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটি খল-অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের এবং অন্যটি চিত্রনায়িকা নিপুণ ও অভিনেতা মাহমুদ কলির। বর্তমানে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।

তবে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা যায় না। এবারও নেই তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি এসবের সঙ্গে সম্পৃক্ত নন। 

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, শিল্পী সমিতির বিষয়গুলো নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

অপু বিশ্বাস বলেন, ‘আমি এগুলোতে সম্পৃক্ত নই। তাই আমি ততোটা জানি না। উনারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন। তাই কাদা ছোড়াছুড়ি বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
আমি শিল্পী সমিতির নির্বাচন করতে কখনোই যাইনি, আর যাবও না। আমার কাজ অভিনয় করা, আমার কাজ দর্শকের সঙ্গে রিলেট করে থাকা। আমার মন্তব্যের জায়গাটা হচ্ছে, আমি বিনোদনের একজন মানুষ, বিনোদনটা নিয়েই থাকতে চাই।’ 

তবে শিল্পী সমিতির নির্বাচনে আগ্রহী না হলেও জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহ রয়েছে অভিনেত্রীর। এ প্রসঙ্গে অপু বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে আমাকে দেখতে পাবেন না।

তবে অবশ্যই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। যেহেতু আমি এটাতে একটিভ তাই বলবো এটা বিদ্যমান থাকবে।’ 

ঈদ নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ঈদের পরিকল্পনা আমার পুচকাকে (ছেলে) নিয়ে। আমার ছেলে ঈদের নামাজ পরার জন্য মুখিয়ে আছে। সে প্রত্যেকদিনই রোজা রাখে, তবে লাঞ্চটাইম হলেই বলে ‘মম ক্ষুধা লেগেছে’। এটা ভালো লাগে যে, রোজাটা সে বুঝতে পারে। হয়তোবা সে বাচ্চা মানুষ, তাই রোজাটা ধরে রাখতে পারে না। বুঝতে পারে, এটাই অনেক কিছু। আর ঈদে বাচ্চাকে নিয়ে ঘুরাঘুরি করব, পরিবারকে সময় দেব। এছাড়া আর তেমন কোনো পরিকল্পনা আপাতত নেই।’

এই মুহূর্তে হাতে নতুন সিনেমার কাজ আছে কিনা জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘হুম, আগামীতে দেখা যাবে। সিনেমায় আসলে গল্প নির্বাচনসহ অনেক কিছুই থাকে। সেরকম একটা কিছুর জন্যই টাইম নিছি। তবে আলোচনা হচ্ছে। আশা করি দেখতে পাবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877