শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গাইডলাইন তৈরির মাধ্যমে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা সম্ভব: মেয়র আতিক

গাইডলাইন তৈরির মাধ্যমে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা সম্ভব: মেয়র আতিক

স্বদেশ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘সবার সমন্বয়ে একটি গাইডলাইন তৈরির মাধ্যমে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা সম্ভব। এই শহরে আমরা কেউ মারণফাঁদ দেখতে চাই না।’

শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘অগ্নিপ্রতিরোধ ও নিরাপত্তা : আমাদের সম্প্রদায়কে রক্ষা করা’ শীর্ষক গোলটেবিল বৈঠক তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘ভবনের কার পার্কিংয়ে কোনো শপিং মল বা বাজার থাকতে পারবে না।

এটি হচ্ছে আরেকটি মারণফাঁদ। অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ের নিচে দেখিয়েছেন কার পার্কিং। যাঁরা ভবনের নকশায় দেখিয়েছেন আন্ডারগ্রাউন্ডে কার পার্কিং, এ ধরনের আন্ডারগ্রাউন্ড শপিং মলে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সে ক্ষেত্রে কারো দ্রুত সরে যাওয়ার সুযোগ নেই। ধোঁয়ায় বেশির ভাগ মানুষ মারা যাবে।
মারণফাঁদ আমরা কেউ দেখতে চাই না।’ 

মেয়র আতিক বলেন, ‘ঈদের ছুটিতে আমরা অনেকেই বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠানের যেসব স্থানে মশার প্রজনন হবে, যেমন—বাথরুমের কমোড, ফুলের টব অবশ্যই ঢেকে যেতে হবে। এ ছাড়া ভবনের ফুলের টব বা রঙের খালি কৌটা যদি থাকে এগুলো ঢেকে যেতে হবে।

না হলে এসব স্থানে এডিস মশার প্রজনন হবে। স্বাস্থ্য নিরাপদ, সুস্থ রাখতে প্রত্যেকের বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কোনো স্থানে স্বচ্ছ পানি যেন না জমে সে জন্য সবাইকে বিশেষ নজর দিতে হবে।’ 

গোলটেবিল বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877