রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

এই যুদ্ধ শেষ করুন : ইসরাইলকে ট্রাম্প

এই যুদ্ধ শেষ করুন : ইসরাইলকে ট্রাম্প

স্বদেশ ডেস্ক

ইসরাইলকে গাজা যুদ্ধ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরাইলকে সতর্ক করে বলেন, দ্রুতই গাজার চলমান যুদ্ধের ইতি টানুন। অন্যথায় পিআর (জনসংযোগ) যুদ্ধে একেবারেই হেরে যাবেন। শুক্রবার (৫ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রক্ষণশীল রেডিও হোস্ট হিউ হিউইটকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবিলম্বে চলমান গাজা যুদ্ধ শেষ করুন। দ্রুতই এসব রক্তপাতের অবসান ঘটাতে হবে। দেশে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় জনসংযোগ যুদ্ধে ইসরাইলকে হেরে যেতে হবে।

তিনি আরো বলেন, গাজায় ইসরাইল যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে আমি সন্তুষ্ট নই। কারণ, ইসরাইলকে অবশ্যই বিজয়ী হতে হবে। নিজের দেশে স্থিতিশীলতা আনতে হবে। কিন্তু এই যুদ্ধ দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়ে যাচ্ছে। তাই খুব দ্রুতই এই যুদ্ধ শেষ করতে হবে।

মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ‘অপর্যাপ্ত’ বলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। একসাথে গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইসরাইলি বাহিনীর সমর কৌশল নিয়েও আপত্তি তুলেছেন।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি হামলায় এই পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনিকে নিহত হয়েছে।

সূত্র : আরব নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877