স্বদেশ ডেস্ক:
রাজবাড়ীর পাংশায় ৬ পরিবারের ১১ ঘর আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬ পরিবারের ১১ ঘর ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে পাংশা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ বলেন, খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।