মঙ্গলবার, ১১ Jun ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

ভূমিকম্পের পর জাপান, তাইওয়ান আর ফিলিপাইনে সুনামির হুঁশিয়ারি

ভূমিকম্পের পর জাপান, তাইওয়ান আর ফিলিপাইনে সুনামির হুঁশিয়ারি

স্বদেশ ডেস্ক

তাইওয়ানে ৭.৫ মাত্রার বড় ধরনের একটি ভূমিকম্প আঘাত হানার পর জাপান, তাইওয়ান ও ফিলিপাইনের দিকে সুনামি ধেয়ে আসার হুঁশিয়ারি দেয়া হয়েছে। লোকজনকে দ্রুত উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

জাপানের আবহাওয়া বিভাগ (জেএমএ) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় (০০.০০ জিএমটি) ৭.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

জেএমএ জানায়, ওকিনাওয়া আইল্যান্ড, মিয়াকোজিমা আইল্যান্ড এবং ইয়ায়েমা আইল্যান্ড থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নেয়া দরকার। এসব এলাকায় তিন মিটার (৯.৮ ফুট) উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

সংস্থাটি জানায়, সুনামির ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসছে। লোকজনকে সরিয়ে নেয়ার কাজ যত দ্রুত সম্ভব করা উচিত। ঢেউগুলো বারবার আঘাত হানবে।

তাইওয়ানে ভূমিকম্পের ফলে ভূমিধস দেখা গেছে। তবে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি।

ফিলিপাইনেও সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877