শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

টেকনাফে অপহরণের শিকার আরও ৬ জন

টেকনাফে অপহরণের শিকার আরও ৬ জন

স্বদেশ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে আরও ছয় জন অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা অপহৃত পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে। আজ বুধবার সকালে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং বাদিবন্যা পাহাড়ি এলাকায় জঙ্গল কাটতে ও গরু চরাতে গিয়ে অপহরণের শিকার হন তারা।

অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচি পাড়া এলাকার জুনাইদ (১২), মোহাম্মদ নুর (১০), শাকিল(১৫), ফরিদ আলম (৩৫), আকতার(২৫), ইসমাইল প্রকাশ সোনায়া(২৪)। এ ছাড়া গতকাল মঙ্গলবার উপজেলার হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ি এলাকায় গরু চরাতে গিয়ে আরও দুইজন অপহরণের শিকার হন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহা জালাল বলেন, ‘এলাকার লোকজনের কাছ থেকে অপহরণের বিষয়টি শুনেছি। কিভাবে অপহরণের শিকার হয়েছে তারা (অপহৃত) বিস্তারিত খোঁজ নিচ্ছি।’

অপহৃত শাকিলের বাবা লেদু মিয়া বলেন, ‘প্রতিদিনের মত আমার ছেলে শাকিল গরু চরাতে যায় হোয়াইক্যং বাদিবন্যা পাহাড়ে। দুপুরের সময় অপহরণকারী আমাকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি গরিব মানুষ মাঠি কেটে সংসার চালায়। টাকা না দিলে আমার ছেলে মেরে ফেলার হুমকি দেন অপহরণকারীরা। অপহরণকারীর কাছে ফরিদ আলম নামে আমার ভাইও রয়েছে। আমার ভাই ও ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধারের প্রশাসনের কাছে জোর দাবি জানাই।’

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘আমি বিষয়টি এখনো জানি না। খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877