রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

মহারাষ্ট্রে আজান শুনে ভাষণ থামালেন রাহুল গান্ধী

মহারাষ্ট্রে আজান শুনে ভাষণ থামালেন রাহুল গান্ধী

স্বদেশ ডেস্ক:

ভারতের বিরোধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় স্থানীয় মসজিদগুলো থেকে থেকে আজানের শব্দ শুনে বক্তব্য বন্ধ করে দেন। আজান শেষ হওয়ার পরে আযানের দোয়া পড়া পর্যন্ত রাহুল বক্তব্য বন্ধ রাখেন। এ সংক্রান্ত এক ভিডিও কার্যত ভাইরাল হয়েছে। মহারাষ্ট্রে আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত রোববারের ওই ঘটনায় রাহুল গান্ধীর অবস্থানকে উপস্থিত জনতা ব্যাপকভাবে স্বাগত জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। আজান চলাকালে যেসব সমর্থকরা ওই সমাবেশে আসেন তারা করতালি ও স্লোগান দিয়ে তাকে অভিনন্দিত করার চেষ্টা করলে রাহুল তাদেরকে মঞ্চ থেকে হাত নাড়িয়ে চুপ থাকার জন্য বলেন।

রাহুল গান্ধী এদিন তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোটকে টার্গেট বলেন, ‘রকেটে ধারাবির জনতার পেট ভরবে না। উল্টোপাল্টা কথায় ধারাবির জনতার পেট ভরবে না। আপনারা ধারাবির জনতাকে বলুন ফড়নবিসজি, মোদিজি, বিজেপি-শিবসেনার নেতা আপনারা বলুন ধারাবির অর্থব্যবস্থার জন্য, ধারাবিতে ব্যবসার জন্য, ছোটো ব্যবসাদারদের জন্য, দোকানদারদের জন্য কী করেছেন? এটা আপনার বলুন। ভোট চাচ্ছেন যখন জনতাকে এ নিয়ে বলুন। আপনারা বলুন, ভারতে বিগত ৪০ বছরের মধ্যে কেন এখন সবচেয়ে বেশি বেকারত্ব? কেন এই বেকারত্ব তা বুঝিয়ে বলুন।’

এরপরেই এলাকার বিভিন্ন মসজিদের মিনার থেকে ভেসে আসে আযানের ধ্বনি। রাহুল সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে দিলে সভায় উপস্থিত জনতা করতালি দিয়ে তাকে অভিন্দিত করেন। এসময় তিনি আযান ও আযানের দোয়া পাঠ শেষ না হওয়া পর্যন্ত মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থাকেন। আযান শেষ হওয়ার পরে ফের ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ ধ্বনি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় সমর্থকরা। রাহুল এসময় মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকারের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হয়ে বলেন, মহারাষ্ট্রে দুই হাজার কারখানা বন্ধ হয়েছে। ধারাবিতে পঞ্চাশ হাজার ক্ষুদ্র ও ছোট শিল্পে দুই লাখ লোক কর্মহীন হয়েছেন।’

রাহুল বলেন, মারুতি কোম্পানি কারখানা বন্ধ করেছে। টাটা কারখানা বন্ধ করেছে। গোটা দেশে যেকোনো রাজ্যে হোক, গুজরাটে দেখুন হীরের ব্যবসা, কাপড়ের ব্যবসা শেষ হয়ে গেছে। চেন্নাইতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। যেখানেই দেখবেন ছোটো ব্যবসা, মঝারি ব্যবসা, বড় ব্যবসা সব শেষ হয়ে গেছে।’
সূত্র : পূবের কলম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877