বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

আগামী তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

স্বদেশ ডেস্ক

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আজ কিংবা আগামীকাল ভারত থেকে পেঁয়াজ ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে এই পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করবে। ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনো রকম সমস্যা আছে বলে আমার জানা নেই। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে কিনা এ বিষয়েও আমার কিছু জানা নেই।

শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে যোগদানকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫/১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাভাবিক বাজারে বেচা-কেনায় বাণিজ্য মন্ত্রনালয় থেকে কোনো রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেসি তৎপরতার প্রয়োজন নেই। বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে রয়েছে।

চালের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোনো কিছু বলা ঠিক হবে বলে আমি মনে করি না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877