স্বদেশ রিপোর্ট : নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি(বিএএসজে)র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত নয় অক্টোবর,বুধবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”এ এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের পৌরহিত্যে
এবং সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সনচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে আটলান্টিক সিটির প্রবাসী খোকন ও বুয়েটের কৃতী ছাএ আবরার এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সংগঠনের আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদধানত গৃহীত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক সংগঠনের বিগত নির্বাচন এর খরচাদির যথাযথ হিসাব বিবরনী সভায় পেশ করেন এবং তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। সভার সভাপতির ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।