মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

পদত্যাগের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক

আয়ারল্যান্ডের ক্ষমতাশালী দল ‘ফাইন গেইল পার্টি’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাদকার। উত্তরসূরি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

আজ বুধবার হঠাৎ এই ঘোষণা দেন ভারাদকার। কাতারের গণমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ডাবলিনে পদত্যাগের ঘোষণায় ভারাদকার বলেন, ‘আমি ‘‘ফাইন গেইলের’’ সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি পাওয়ার সঙ্গে সঙ্গে তাওইসেচ (প্রধানমন্ত্রী) পদ থেকেও পদত্যাগ করব।’

সংসদের ইস্টার বিরতির পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অনুমতি দিয়ে আগামী এপ্রিলের ৬ তারিখের মধ্যে দলের নতুন নেতা নির্বাচনের জন্যও অনুরোধ করেন ভারাদকার।

৪৫ বছর বয়সী ভারাদকার জানিয়েছেন, সরে দাঁড়ানোর এটিই ভালো সময়। ঘটনার খুব বেশি ব্যাখ্যা না করে তিনি বলেন, ‘এখন আমার পদত্যাগের ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ দুটিই আছে, প্রধানত রাজনৈতিক।’

প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন ভারাদকার। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এবং পরে ২০২২ সালের ডিসেম্বর থেকে জোটের অংশীদার ‘ফিয়ানা ফেইল’ দলের প্রধান মাইকেল মার্টিনের সাথে যৌথভাবে দায়িত্ব সামলাচ্ছেন।

প্রথমবার যখন নির্বাচিত হন, তখন ভারাদকর ছিলেন সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। এছাড়াও তিনি আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী। ভারাদকারের মা আইরিশ এবং বাবা ভারতীয়। আয়ারল্যান্ডের প্রথম দ্বিজাতিক প্রধানমন্ত্রীও তিনি।

২০১৫ সালের গণভোটে সমকামী বিবাহকে বৈধ করায় ও গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা বাতিল করায় অগ্রণী ভূমিকা পালন করেন ভারাদকার। পদত্যাগের ঘোষণায় তিনি আরও বলেছেন, ‘আমি গর্বিত যে আমরা দেশকে আরও সমতাভিত্তিক এবং আরও আধুনিক জায়গায় নিয়ে গেছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877