স্বদেশ ডেস্ক:
দক্ষিণী সুপারস্টারদের মধ্যে অন্যতম বিজয় থালাপতি। অনুরাগীরা পারলে মাথায় করে রাখেন তাকে। এবার এমন ঘটনার সম্মুখীন হতে হলো যাতে সবাই অবাক। প্রিয় তারকার গাড়ি ভাঙচুর করলেন ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের এক প্রতিবেদনে জানা যায়, বিজয়ের প্রতি কোনো আক্রোশ থেকে এই ভাঙচুর হয়নি। মূলত অতি ভক্তিই হয়ে উঠেছে সর্বনাশের কারণ। প্রিয় তারকাকে সামনে থেকে এক নজর দেখতে হিতাহিত জ্ঞান হারিয়েছিল একদল ভক্ত। ফলে অভিনেতার সাধের গাড়ি আর চোখে পড়েনি তাদের।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিমানবন্দর থেকে অভিনেতার গাড়ি হোটেলের উদ্দেশে যখন রওনা দেয়, তখনই একদল ভক্ত পিছু নেয় বিজয়ের গাড়ির। তার পর গাড়ি হোটেলে পৌঁছতেই প্রিয় নায়ককে সামনে থেকে দেখতে চড়াও হন ভক্তরা।
রীতিমতো গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েন। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজয়ের গাড়ি। তবে ভক্তদের তাণ্ডব শুরুর আগেই নিরাপত্তারক্ষীদের সাহায্যে গাড়ি থেকে বেরিয়ে আসেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল।
অভিনয়ের পাশাপাশি বিজয় থালাপতি এখন রাজনীতির মাঠেও নেমেছেন। খুলেছেন নতুন দল। দলের নাম ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ অভিনেতার ৬৮ তম সিনেমা। সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবু।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।