বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

হামাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইসরাইল

হামাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইসরাইল

স্বদেশ ডেস্ক

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরাইল।

শুক্রবার ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রীসভার সাথে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠক শেষে তিনি বলেন, হামাসের এই নতুন প্রস্তাব ‘এখনো অযৌক্তিক।’

এছাড়া নেতানিয়াহু দখলদার সেনাদের রাফায় হামলা চালানোর পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর।

এদিকে, চলমান গাজা যুদ্ধের বিরতি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা মধ্যস্থতাকারীদের কাছে এই প্রস্তাব পেশ করেছে।

শুক্রবার টাইমস অফ ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে হামাস। তারা বলেছে, এ বিরতির সময় ৭০০ থেকে ১ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। তাদের মধ্যে ইসরাইলি কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এর বিনিময়ে তারা ইসরাইলের নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বন্দীদের মুক্তি দেবে।

হামাস জানিয়েছে, এটি হবে চুক্তির প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ইসরাইলের সামরিক বাহিনীকে স্থায়ী যুদ্ধবিরতির তারিখ দিতে হবে।

হামাস আরো বলেছে, পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে উভয় পক্ষের সকল আটক ব্যক্তিদের মুক্তি দেয়া হবে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877