স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র টাইমস স্কয়ারে পবিত্র রমজান মাসের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রাতে অনুষ্ঠিত এ নামাজে ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে অংশ নেয় কয়েক শ মুসল্লি। এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজার সমর্থনে অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাবির নামাজের ভিডিও ভাইরাল হয়।
তাতে মুসল্লিদের রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। নামাজ শেষে সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং আশপাশের মুসলিম-অমুসলিম সবার মধ্যে পবিত্র কোরআনের কপি বিতরণ করা হয়। তারাবিহ নামাজে অংশগ্রহণকারী সালমান আল-হানাফি বলেন, ‘একজন মুসলিম হিসেবে এখানে মুসলিমদের কাছে আসা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে আমি খুবই অভিভূত হয়েছি। কারণ এখানে মুসলিম কমিউনিটির অনেকে এসেছেন।’
কোরআন বিতরণ কার্যক্রমে অংশ নেন নিউ ইয়র্কের শিক্ষার্থী আহমাদ ইয়াসার। তিনি বলেন, ‘কোরআন পড়ার ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে। আমাদের কাছে কোরআনের ফরাসি অনুবাদ কপি প্রায় শেষ হয়েছে।
দ্য ইনস্টিটিউট ফর সোস্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের ২০১৮ সালের গবেষণা মতে, এই শহরে প্রায় সাত লাখ ৬৯ হাজার মুসলিম বসবাস করেন, যা মোট জনসংখ্যার ৯ শতাংশ। নিউ ইয়র্ক শহরের স্কুলগুলোতে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি দেওয়া হয়। সূত্র : আরব নিউজ