মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টি-টোয়েন্টিতে পেছালেন লিটন-মোস্তাফিজ

টি-টোয়েন্টিতে পেছালেন লিটন-মোস্তাফিজ

স্বদেশ ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে কোনো ফিফটি পাননি লিটন দাস। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস এসেছে তার ব্যাটে। এছাড়া বাকি দুই ম্যাচে দুই অঙ্কের রানেও পৌঁছাতে পারেননি এই ওপেনার। ব্যর্থ ছিলেন পেসার মোস্তাফিজুর রহমানও। অকৃপণভাবে রান খরচ করেছেন তিনি। যার প্রতিফল দেখা গেল সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়েও।

আজ বুধবার আইসিসি তাদের সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে দুই ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন লিটন। আর এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে মোস্তাফিজ। দুই ধাপ এগিয়ে ৩৩ নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে আবারও উঠে এসেছেন সম্প্রতি শততম টেস্ট খেলা রবিচন্দ্রন অশ্বিন। মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তাতে স্বদেশি জাসপ্রিত বুমরাহকে নিচে নামিয়ে শীর্ষে উঠে এসেছেন অশ্বিন। এই নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো র‌্যাঙ্কিংয়ের চূঁড়ায় উঠলেন এই স্পিনার।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বুমরাহর সঙ্গে যৌথভাবে দুই নম্বরে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। সবচেয়ে বড় লাফ দিয়েছে কুলদীপ যাদব। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ম্যাচসেরা হওয়া এই খেলোয়াড় ১৫ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেট নেওয়া কিউই পেসার ম্যাট হেনরি ৬ ধাপ এগিয়ে আছেন ১২তম স্থানে।

টেস্ট ব্যাটারদের মধ্যে পাঁচ ধাপ এগিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এখন ষষ্ঠ স্থানে। ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২০ নম্বরে শুভমান গিল। দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা খেলোয়াড় ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়াল। এই সংস্করণের শীর্ষ দুই ব্যাটার যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুট, তিনে পাকিস্তানের বাবর আজম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877