রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে রোববার রাতে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।

নিহত খুরশিদ আলম (৪৫) পাঠানঠুলী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৭ এর দাবি, আগ্রাবাদ এলাকায় র‍্যাব-৭ এর টহল দল ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে খুরশিদ আলমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একই সাথে দুটি বিদেশি পিস্তলসহ তিনটি অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুরশিদ আলমের বিরুদ্ধে আলোচিত মান্নান হত্যাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় আটটি মামলা ও অসংখ্য অভিযোগ, জিডি রয়েছে বলে জানায় র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ