বুধবার, ১৫ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

গরিব খাবে বরই আর বিত্তশালীরা খেজুর, এটা অবিচার : কাদের সিদ্দিকী

গরিব খাবে বরই আর বিত্তশালীরা খেজুর, এটা অবিচার : কাদের সিদ্দিকী

স্বদেশ ডেস্ক:

দেশের গরিব মানুষ ইফতারে বরই খাবে আর বিত্তশালীরা খাবে খেজুর, এটা অবিচার বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেছেন, ‘দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে আর বিত্তশালীরা খেজুর-মুরগি খাবে, এটা অবিচার। এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার।’

তিনি বলেছেন, ‘জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে উৎসাহিত করতে পারিনি।’

বুধবার (৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে মারধরের শিকার নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘সরকার ভালো চলছে না, কারো কোনো দায়িত্ববোধ নেই। যারা রাষ্ট্র চালায় তাদের বেশিভাগ লোককে ঝেটিয়ে বিদায় করে দেয়া উচিত।’

মারধরের শিকার ওই নারীকে দেখতে যাওয়ার আগে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন কাদের সিদ্দিকী।

এ সময় স্থানীয় প্রশাসনকে সাত দিন সময় বেধে দিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘এর সুষ্ঠু বিচার না হলে আমি রাস্তায় বসে পড়ব। একা হলেও বসে থাকব।’

তিনি আরো বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করতে এখানে এসেছি। আমি মূলত এসেছি, যাতে এ দেশের নারীসমাজ সম্মানে থাকে। একজন ইউপি চেয়ারম্যান হলেই যেন নিজেকে সে জাতিসঙ্ঘের মহাসচিব না ভাবে। সে যেন না ভাবে সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।’

এর আগে, শনিবার টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ে মেয়েকে গালিগালাজের বিচার চাইতে যাওয়া এক নারীকে মারধর করেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। এক সহযোগীসহ চেয়ারম্যানের মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877