বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক শারমিনকে বিয়ের প্রস্তাব সালমানের, কী জবাব দিয়েছিলেন অভিনেত্রী? কোলেস্টেরলের লাগাম টানবে যেসব ফল ইবরাহিম (আ.) যেভাবে হজের ঘোষণা দিয়েছিলেন
বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কেন, জানতে চাইলেন জাপার আনিসুল

বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কেন, জানতে চাইলেন জাপার আনিসুল

স্বদেশ ডেস্ক:

বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কেন তা জানতে চেয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এ বিষয়ে জানতে চান তিনি।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশে সরবরাহের অভাব নেই। যেটা হচ্ছে সেটা সিন্ডিকেট, এটা চিহ্নিত, এটার ওপর প্রতিবেদন আছে। ভোক্তা অধিদপ্তরের বৈঠকে মাংসের দাম কমানোর বৈঠকে তারা (সিন্ডিকেট) মারপিট করেছিল। কোনো দোকানদার কম দামে বিক্রি করলে সরবরাহকারী সরবরাহ বন্ধ করে দেয়। এত শক্তিশালী সিন্ডিকেট।’

জাপার এ কো-চেয়ারম্যান বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, কী করে তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী। সরকারের সংস্থা জানে কারা করছে। রোজার সময় সিন্ডিকেট দাম বাড়াবে, যদি সরকার শক্ত হাতে তাদের দমন না করে।’

তিনি বলেন, ‘সিন্ডিকেট এখন এত শক্তিশালী হয়ে গেছে, তারা প্রত্যেক দিন সকালে মোবাইলের মাধ্যমে দাম চূড়ান্ত করে দেয়। চিনি, ডিম, তেল, মাংস এবং তাজা শাকসবজির দামও বৃদ্ধি করে দেয় তারা। এটার ওপর গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিবেদনও আছে। তারা জানে কারা করছে। কিন্তু কোনো অ্যাকশন হয়েছে তা আমরা এখনো দেখিনি। কোথাও দেখা যায়নি কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এনবিআর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে আমদানি ট্যাক্স কমানোর জন্য। আশা ছিল জিনিসপত্রের দাম কমবে। দাম কমেনি, বরং কিছুদিন আগে হঠাৎ করে চিনির দাম বাড়িয়ে দিল, ২৫ টাকা প্রতি কেজিতে। অবশ্য সন্ধ্যায় তারা বাতিল করেছিল। কিন্তু সেটার সুযোগ নিয়ে চিনির সিন্ডিকেট দাম বাড়িয়ে ১৬০ টাকা প্রতি কেজিতে নিল। অথচ পাশের দেশ ভারতে চিনির দাম প্রতি কেজি ৪০ টাকা করে। সেখানে ডলারের মূল্য ধরলে এটা ৭০ টাকার বেশি ওঠে না। পাশের দেশে যেখানে ৭০ টাকা এখানে ১৬০ টাকা হওয়ার কোনো কারণ নেই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877