শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

পাহাড়ে নিষেধাজ্ঞা থাকা এলাকায় গিয়ে ছিনতাইয়ের শিকার পর্যটকরা

পাহাড়ে নিষেধাজ্ঞা থাকা এলাকায় গিয়ে ছিনতাইয়ের শিকার পর্যটকরা

স্বদেশ ডেস্ক:

বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা পর্যটকদের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে থানচি উপজেলার ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে। এ স্পটে ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে।

ভুক্তভোগীরা জানান, গত শনিবার নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুইটি ভ্রমণ দলের ২২ জন সদস্য। যার মধ্যে চারজন নারী পর্যটকও ছিলেন। পরে নাফাখুম ভ্রমণ শেষে রবিবার ভেলাখুম স্পটে ক্যাম্পিং করেন তারা। ওই দিন দুপুর ১২টার দিকে আটজনের একটি সশস্ত্রসন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। এসময় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের সঙ্গে থাকা গাইডকে মারধর করে ছেড়ে দেয়।

পর্যটক দলের সদস্য অনিক মোদক বলেন, ‘সন্ত্রাসীদের যে দলটি তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তাদের কয়েকজনের শরীরে কমব্যাট পোশাক পরা ছিল। তাদের সবার কাছে বন্ধুক ও একটি পিস্তল ছিল এবং তাদের পোশাকে কেএনএফ লেখা ছিল। আমাদের সবার মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নিলেও মেয়েদের মোবাইল ফোন নেয়নি এবং আমাদের গায়ে হাত তোলেনি। তবে আমাদের গাইডকে আঘাত করেছে।’

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভেলাখুম পর্যটন স্পটে যাওয়া পর্যটকদের জন্য নিষেধ রয়েছে, কিন্তু তারা আমাদেরকে না জানিয়ে চলে গিয়েছেন। সেখানে সন্ত্রাসীরা তাদের মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে। তাদেরকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877