স্বদেশ ডেস্ক:
মাস খানেক আগেই ৯৬তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করে অ্যাকাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেই তালিকায় সেরা প্রামাণ্যচিত্র বিভাগে জায়গা করে নেয় ‘টু কিল আ টাইগার’। এবার এতেই যুক্ত হলেন প্রিয়াংকা চোপড়া! অবাক হচ্ছেন? নিশ্চয়ই ভাবছেন- যে ছবি নির্মিত হয়ে গেছে, অস্কারে পর্যন্ত মনোনয়ন পেয়ে গেছে- সেটাতে এখন কীভাবে যুক্ত হলেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা? অবাক হওয়ার কিছু নেই। প্রামাণ্যচিত্রটিতে অভিনয়ে নয়, বরং নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হলেন আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া অভিনেত্রী।
‘টু কিল আ টাইগার’ মূলত ভারতের ঝাড়খ-ের রঞ্জিত নামের এক কৃষকের গল্প। ২০১৭ সালে তার ১৩ বছর বয়সী কন্যা কিরণ গণধর্ষণের শিকার হয়। সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কন্যার ন্যায়বিচারের জন্য লড়াই করেন বাবা। এতে যুক্ত হওয়া প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, “অস্কারে মনোনীত ‘টু কিল আ টাইগার’ টিমে যোগ দিতে পেরে আমি গর্বিত। সেই সঙ্গে এটাও ঘোষণা করছি যে, এই প্রামাণ্যচিত্রটি বিশ্বজুড়ে পরিবেশনা করবে নেটফ্লিক্স। ২০২২ সালে যখন এই ছবি প্রথমবার দেখেছিলাম, তখনই পছন্দ হয়েছিল। কন্যার জন্য ন্যায়বিচার পেতে আইনি ব্যবস্থার সঙ্গে তার বাবার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ হয়েছিলাম।”
গেল বছরের অক্টোবরে নিউইয়র্কে মুক্তি পায় ‘টু কিল আ টাইগার’। নির্মাণ করেছেন নিশা পাহুজা। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আরও আছেন রুপি কৌর, অতুল গাওয়ান্দে, অ্যান্ডি কোহেন, আনিতা লি প্রমুখ।