রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

মৃত্যুর সাত মিনিট পর বাবা হলেন ইতালি-প্রবাসী

মৃত্যুর সাত মিনিট পর বাবা হলেন ইতালি-প্রবাসী

সাইফুল ইসলাম মুন্সী,(ইতালি): ইতালিতে ক্যান্সারে মৃত্যুর সাত মিনিট পর কন্যা-সন্তানের বাবা হয়েছেন প্রবাসী এক বাংলাদেশি। তার নাম নুরুদ্দিন (৪০), বাড়ি সিলেট জেলার ওসমানী নগর থানায়। তিনি ভেনিস সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ছিলেন। ইতালির পর্যটন শহর ভেনিস মেস্ত্রের পলিক্লিনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। একই হাসপাতালের পাশাপাশি কেবিনে স্বামী-স্ত্রী দুজনই ভর্তি ছিলেন। স্বামী ছিলেন ক্যান্সারের চিকিৎসা নিতে আর স্ত্রী ভর্তি ছিলেন প্রসব-ব্যথার কারণে। স্থানীয় প্রবাসীরা জানান, নুরুদ্দিন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ইতালির ভেনিসে বসবাস করতেন। চার মাস আগে ইমাম নুরুদ্দিনের ক্যান্সার ধরা পড়লে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। প্রবাসী কামরুল ইসলাম রিগ্যান বলেন, “ভাগ্যের কি নির্মম পরিহাস। পাশাপাশি কেবিনে ভর্তি থেকেও সন্তানের মুখ দেখে যেতে পারলেন না জন্মদাতা বাবা। দীর্ঘদিন চিকিৎসা শেষে মরণব্যাধি ক্যান্সারের কাছে পরাজয় মেনে নেওয়ার ঠিক সাত মিনিট পরই এক শিশুর জন্ম দেয় তার স্ত্রী।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877