স্বদেশ ডেস্ক:
গাজায় ইসরাইলের সামরিক বাহিনী পরিচালিত আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা বলেছেন, এটি যুদ্ধ নয়। এটি গণহত্যা।
রিও ডি জেনেরিওতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটি একটি গণহত্যা। হাজার হাজার শিশু মারা গেছে। নিখোঁজ রয়েছে আরো হাজার হাজার। সেখানে তো সৈন্যরা মারা যাচ্ছে না। হাসপাতালে কেবল নারী ও শিশুরা মারা যাচ্ছে। এটিকেও যদি গণহত্যা বলা না হয়, আর কোন আগ্রাসন গণহত্যা হতে পারে, আমি জানি না।’
এ সময় তিনি একটি ‘মুক্ত ও সার্বভৌম’ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে তিনি বলেন, জাতিসঙ্ঘ শান্তিপ্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখতে পারে না। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তারা এখন কোনো কিছুরই প্রতিনিধিত্ব করে না।’
লুলা বলেন, আজ বিশ্বে কেবল ভণ্ডামি চলে। রাজনীতি হয় খুব কম। গাজায় যা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না। ইউক্রেনের যুদ্ধকেও আমরা মেনে নিতে পারি না।’
এ সময় ভেটোর ক্ষমতাসম্পন্ন দেশগুলো গণতান্ত্রিকভাবে কাজ করছে না বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, চলমান গাজা যুদ্ধে প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। আসলে গাজায় কী ঘটছে, তা বুঝা মানুষের পক্ষে সম্ভব নয়।
সূত্র : ডেইলি সাবাহ