শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

ম্যাচ শেষ হতেই মাঠে ঢলে পড়লেন ক্রিকেটার, হার্ট অ্যাটাকে মৃত্যু

ম্যাচ শেষ হতেই মাঠে ঢলে পড়লেন ক্রিকেটার, হার্ট অ্যাটাকে মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ম্যাচের পরপর হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন ভারতের কর্ণাটকের ক্রিকেটার কে হোয়সালা। ব্যাঙ্গালুরুর আরএসআই গ্রাউন্ডে কর্ণাটকের হয়ে আইএ এবং এডি টুর্নামেন্টে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের পরে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

ম্যাচ শেষে দলের অন্যদের সঙ্গে এক হতে যাওয়ার সময় হঠাৎ মাঠেই ঢলে পরেন হোয়সালা। ঘটনাস্থলে প্রাথমিক শুশ্রুষা করার পর তাকে নেওয়া হয় নিকটস্থ বোওরিং হাসপাতালে। কিন্তু নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোয়সালার বয়স মাত্র ৩৪। কর্ণাটকের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার।

ক্রিকেট মাঠে মৃত্যু এটিই প্রথম নয়। সেই ফিল হিউজ থেকে কলকাতার তরুণ ক্রিকেটার সনু যাদবের মৃত্যুতে বারবার ক্রিকেট মাঠের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া। এবার সেই তালিকায় নতুন সংযোজন কে হোয়সালা।

২০১৯ সালে ক্রিকেট মাঠেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন ভারতের ত্রিপুরার তরুণ ক্রিকেটার মিঠুন দেববর্মা। একইভাবে এ বছরের ফেব্রুয়ারিতেও ভারতের আহমেদাবাদে ক্রিকেটার মৃত্যুর ঘটনা ঘটেছে। বল করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ৩৪ বছরের ক্রিকেটার বসন্ত রাঠৌর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877