শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

এবার তাড়া খেয়ে বইমেলা ছাড়লেন হিরো আলম

এবার তাড়া খেয়ে বইমেলা ছাড়লেন হিরো আলম

বিনোদন ডেস্ক:

বহুল-আলোচিত ডা: সাবরিনা ও মুশতাক-তিশা দম্পতির পর এবার বইমেলা থেকে বিতাড়িত হয়েছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বুধবার বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনিতে মেলা প্রাঙ্গণ ছাড়তে বাধ্য হন তিনি। এ সময় মেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা তাকে বেষ্টনী দিয়ে টিএসসি সংলগ্ন গেট দিয়ে বের হয়ে যেতে সাহায্য করেন।

জানা গেছে, বিকেল ৪টার দিকে বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এ সময় নিজের লেখা বই হাতে নিয়ে পাঠকদের কিনতে উৎসাহিত করেছিলেন তিনি। হঠাৎ একদল দর্শনার্থী তাকে ‘ভুয়া, ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনি দিতে শুরু করেন।

অবস্থা বেগতিক দেখে তিনি নিজেই বইমেলা থেকে বের হয়ে যেতে উদ্যত হন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে বেষ্টনী দিয়ে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করেন। হিরো আলমের বইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব’।

এর আগে, গত (৯ ফেব্রুয়ারি) দুয়োধ্বনির মুখে অমর একুশে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা দম্পতি। এরপরে একই কাণ্ড ঘটে ডা. সাবরিনার সাথেও।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877