বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

মিয়ানমার উত্তেজনায় সীমান্ত পরিদর্শন করলেন সেনাপ্রধান

মিয়ানমার উত্তেজনায় সীমান্ত পরিদর্শন করলেন সেনাপ্রধান

স্বদেশ ডেস্ক:

মিয়ানমার উত্তেজনায় সীমান্ত পরিদর্শন করেছেন সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করছে।

রোববার সকাল ও দুপুরে রামু ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি কক্সবাজার সমুদ্র সৈকতসংলগ্ন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনাধীন রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’-এর বর্ধিতাংশ প্রকল্প, রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এছাড়া সেনাবাহিনী প্রধান ‘বে ওয়াচ প্রকল্প’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় সেনা সদর দফতরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করছে। ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায়ও সেনাবাহিনী কাজ করে থাকে।

জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সম্মান ও মর্যাদার সাথে কাজ করছে জানিয়ে সেনা প্রধান বলেন, দীর্ঘ দিন ধরে আমরা জাতিসঙ্ঘে এক নম্বর সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে কাজ করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877