শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী : বাইডেন

নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী : বাইডেন

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাইডেন পুতিনের বিরুদ্ধে অবস্থানের জন্য নাভালনির প্রশংসা করেন। বাইডেন বলেন, এমন কী তার ওপর বিষ প্রয়োগ, বিদেশে চিকিৎসা গ্রহণ করে দেশে ফিরে এসে তাকে কারারুদ্ধ করার পরেও তিনি তার অবস্থান থেকে নড়েননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘২০২০ সালে নাভালনিকে হত্যা করার প্রচেষ্টার পর তিনি প্রবাসে নিরাপদেই থাকতে পারতেন। কিন্তু এটা জেনেও যে তিনি যদি তার কর্মকাণ্ড চালিয়ে যান তাহলে তিনি সম্ভবত কারারুদ্ধ হবেন, এমন কী দেশে ফিরলে হত্যা করা হতে পারে জেনেও ফিরেছেন। কারণ নিজের দেশের প্রতি তার গভীর বিশ্বাস ছিল।

বাইডেন বলেন, নাভালনির মৃত্যু এই মুহূর্তের ঝুঁকিগুলোর কথা আমাদের স্মরণ করিয়ে দেয় এবং তিনি আরো একবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কাছে এ সপ্তাহে সেনেটে অনুমোদিত দ্বিদলীয় সহায়তা প্যাকেজের পক্ষে ভোট প্রদানে আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইতিহাস তাকিয়ে আছে’ প্রতিনিধি পরিষদের দিকে।

বাইডেন বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনকে সমর্থন করার ব্যর্থতা কখনই ক্ষমা করা হবে না।’

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হাঁটাহাঁটি করার পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যু সম্পর্কে পুতিনকে অবহিত করা হয়েছে এবং কারা বিভাগ নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে।

বাইডেন বলেন, রুশ কর্কর্তারা তাদের কাহিনী বলবে কিন্তু এ ব্যাপারে ভুল করার কোনো অবকাশ নেই। নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী।

সূত্র : ভয়েস অব আমেরিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877