রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

জেলনস্কির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

জেলনস্কির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স-২০২৪ কনফারেন্সে অংশগ্রহণ করতে আগামীকাল বৃহস্পতিবার জার্মান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মিউনিখ সিকিউরিটি কনফারেন্স-২০২৪ অংশগ্রহণ উপলক্ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র্রমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে। জেলনস্কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। এতে রাশিয়ার সঙ্গে সম্পর্কে অবনতি বা সম্পর্কে প্রভাব ফেলবে না।’

পররাষ্ট্র্রমন্ত্রী বলেন, ‘এ সফরে মিয়ানমার যুদ্ধ ও রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে। জার্মানিতে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে কাজ করবে সরকার।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি জানান, নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে প্রাণ ভয়ে যারা পালিয়ে দেশে এসেছে তাদের ফেরত পাঠাতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877