রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

বিগ ব্যাশের আদলে হবে বিপিএল

বিগ ব্যাশের আদলে হবে বিপিএল

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ৭ম আসর পূর্বের আসরগুলোর চেয়ে ভিন্ন আঙ্গিকে আয়োজিত হতে যাচ্ছে। যোগ হচ্ছে অনেকগুলো নতুন নিয়ম।  বিগ ব্যাশের আদলে হবে বিপিএল ।‘কোনো ফ্র্যাঞ্চাইজি নেই এবার। পৃষ্ঠপোষক থাকবে। তবে তারা দায়িত্ব নিচ্ছে না। তারা টাকা দেবে। সেটি বিসিবি খরচ করবে। বিগ ব্যাশ যেভাবে হয়, সেভাবে হবে। বিগ ব্যাশে অঞ্চলভিত্তিক দল খেলে থাকে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড নিজস্বভাবে অর্থ খরচ করে। পৃষ্ঠপোষক ভিন্ন ভিন্ন হয়ে থাকে।’

প্রতিটি দলে কমপক্ষে একজন লেগ স্পিনার ও ১৪০ ‍কিলোমিটারের বেশি স্পিডে বল করতে পারে এমন একজন ফাস্ট বোলার রাখা বাধ্যতামূলক। তবে আশার কথা এই নিয়ম শুধু বিদেশিদের ক্ষেত্রেই মানা হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুবুল আনাম।

এছাড়া প্রতিটি দলে একজন করে বিদেশি কোচ, ফিজিও এবং ট্রেনার রাখাও বাধ্যতামূলক করা হচ্ছে। স্থানীয় কোচরা বিদেশি কোচদের সহকারী হিসেবে কাজ করতে পারবেন। আর প্রতিটি দলের টিম ডিরেক্টর হিসেবে একজন বিসিবি পরিচালককে নিয়োগ দেয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

মাহবুবুল আনাম বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতির কথা ভেবে এবারের বিপিএলে এমন সব নিয়ম যুক্ত করছে বিসিবি। আমরা চাই যেন আমাদের ব্যাটসম্যান ও বোলাররা পূর্ণ সুযোগ পায় (ফাস্ট বোলার ও লেগ স্পিনাদের বিপক্ষে)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপিএলে এমনটা সম্ভব হতো না।’

এদিকে বিপিএলের ড্রাফটে যুক্ত হতে বিসিবি প্রায় ৪০০ খেলোয়াড় আবেদন করেছেন বলে জানা গেছে। এছাড়া অনেক কোচও এই তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এবারের আসরে প্রতিটি দল নিজস্ব স্পন্সর নিতে পারবে। দলগুলো ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড় কিনতে পারবে সেই ব্যবস্থাও রাখা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877