শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হাছান মাহমুদ

৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হাছান মাহমুদ

স্বদেশ ডেস্ক:

চার দেশের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বেলজিয়ামের ব্রাসেলসে চলমান ৩য় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে আজ শুক্রবার ভিয়েতনাম, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনামে সরকারি সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী ফা মিন চিনহের আমন্ত্রণ ড. হাছান মাহমুদের কাছে পৌঁছান। একইসঙ্গে বাংলাদেশ-ভিয়েতনামের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকেও দ্রুত ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন

বেলজিয়ামের পররাষ্ট্র, ইউরোপীয় বিষয় ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হাদজা লাহবিব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন। ড. হাছান মাহমুদ বৈঠকে বাংলাদেশের উন্নয়নযাত্রায় অব্যাহত সমর্থনের জন্য বেলজিয়াম সরকারকে ধন্যবাদ জানান।

এ ছাড়া চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোমের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

দ্বিপক্ষীয় বৈঠকগুলোত মন্ত্রী চারটি দেশের সঙ্গেই বাণিজ্য ও বাংলাদেশের উদীয়মান খাতে বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান উল্লেখ করেন তিনি। এ বিষয়ে মিয়ানমারের ওপর আন্তুর্জাতিক চাপ বৃদ্ধির জন্য পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে ইতিবাচক সাড়া দেন চার দেশের মন্ত্রী।

ড. হাছান মাহমুদের সঙ্গে চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877