বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকায় বসে দেখব, হাসপাতালে মানুষ কেমন সেবা নিচ্ছেন: সুমন

ঢাকায় বসে দেখব, হাসপাতালে মানুষ কেমন সেবা নিচ্ছেন: সুমন

স্বদেশ ডেস্ক:

অব্যবস্থাপনা দূর করতে হাসপাতালে সিসি ক্যামেরা বসিয়ে নিজেই তদারকি করতে চান বলে জানিয়েছেন হবিগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরা বসিয়ে নিজেই এর তদারকি করব। আমি সকাল বেলা ঢাকা বসে দেখব, চুনারুঘাটের মানুষ হাসপাতাল থেকে কেমন সেবা নিচ্ছেন।’

এক বছরের বেশি সময় পর চুনারুঘাট উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা হচ্ছে, শুনেই ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন,‘এটা মনে হচ্ছে অব্যবস্থাপনা কমিটি। উপজেলা পর্যায়ে সব কমিটিকে তদারকি করতে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিমাসে ব্যবস্থাপনা কমিটির সভা হবে। এ জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে।’

সংসদ সদস্য আরও বলেন, ‘আমি শুনেছি, এ হাসপাতালের অনেকেই নাকি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসার অংশীদার। আমি বলতে চাই, আগামী পাঁচ বছর আপনাদের পার্টনারশিপ ছেড়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে প্রবেশ ও বের হওয়ার সময় ফিঙ্গার পদ্ধতিকে কার্যকর করতে হবে। চিকিৎসক ও নার্স কেউ দায়িত্ব অবহেলা করতে পারবেন না।’

আজকের সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানা, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, টিএইচও ডাক্তার মোজাম্মেল হোসেন, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়সহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877