বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

জাতিসঙ্ঘের ১৯০ কর্মীর বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ

জাতিসঙ্ঘের ১৯০ কর্মীর বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ

স্বদেশ ডেস্ক:

জাতিসঙ্ঘের ১৯০ কর্মীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে, তারা চলমান গাজা যুদ্ধে হামাস ও ইসলামিক জিহাদের সহায়তা করেছে। সোমবার (৩০ জানুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি গোয়েন্দাদের একটি গোপন নথিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের হামলায় হামাসের সাথে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি সহায়তা সংস্থার (ইউএনআরডব্লিউএ) কিছু সদস্য অংশগ্রহণ করেছিল। এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ ১০টিরও বেশি দেশ ইউএনআরডব্লিউএকে ফান্ড প্রদান স্থগিত করেছে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা ওই নথিটি দেখেছে। সেখানে বলা হয়েছে, কয়েকজন শিক্ষাবিদসহ ১৯০ ইউএনআরডব্লিউএ কর্মী ওই অভিযানে অংশ নিয়ে মুক্তিকামীদের সংখ্যা দ্বিগুণ করে। সেখানে এমন ১১ জন কর্মীর নাম ও ছবিও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইউএনআরডব্লিউএ-এর মুখপাত্র বলেছেন, তিনি জাতিসঙ্ঘের চলমান তদন্তের কারণে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না।

সূত্র : আরব নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877