সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

আজ পেঁয়াজও পাচ্ছেন টিসিবির কার্ডধারীরা

আজ পেঁয়াজও পাচ্ছেন টিসিবির কার্ডধারীরা

স্বদেশ ডেস্ক:

টিসিবির কার্ডধারীরা এখন থেকে সুলভ মূল্যে পেঁয়াজও কিনতে পারবেন। ঢাকা মহানগরসহ সারা দেশে কার্ডধারীদের কাছে ৫০ টাকা ‍দরে পণ্যটি বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।

সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চলতি মাসে পণ্য বিক্রি শুরু করেছে গত ১৮ জানুয়ারি। তখন চাল-তেল-ডাল দেওয়া হলেও পেঁয়াজ বিক্রি করা হয়নি।

সংস্থাটি বলছে, জানুয়ারি মাসের পণ্য বিক্রির কার্যক্রম শুরুর সময় পেঁয়াজের মজুদ ছিল না। তবে গত মঙ্গলবার আমদানি করা পেঁয়াজের একটি চালান দেশে পৌঁছেছে।

টিসিবি বুধবার জানায়, পেঁয়াজের চালান দেশে পৌঁছায় ২৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার ৫০টি ওয়ার্ডে পেঁয়াজ বিক্রি করা হবে।

টিসিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানী ছাড়াও অন্যান্য জেলায় ২০ থেকে ৩০ টন পেঁয়াজ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিসিবির আমদানির আরো পেঁয়াজ কিছুদিনের মধ্যে দেশে এসে পৌঁছবে। তখন ঢাকার বাইরে বরাদ্দ আরও বাড়ানো হবে।

টিসিবি জানায়, একজন কার্ডধারী ব্যক্তি ৫০ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

এছাড়া আগের নিয়মে একজন ক্রেতা ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন অথবা রাইস ব্রান তেল এবং ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন ।

টিসিবির কার্ডধারী হিসেবে দেশের এক কোটির বেশি পরিবার ভর্তুকি মূল্যে চাল-তেল-ডালসহ পণ্য পাচ্ছেন।

টিসিবির জন্য এরইমধ্যে আরও পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার ৩৯১ কোটি ১৯ লাখ টাকার তেল- ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।

এর মধ্যে রাইস ব্রান তেল কেনা হবে ১ কোটি ২০ লাখ লিটার এবং মসুর ডাল কেনা হবে ২০ হাজার টন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877