স্বদেশ ডেস্ক: শ্রীলঙ্কায় ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ শেষ। হাম্বানটোটায় লঙ্কান ‘এ’ দলের সাথে দুটি ৪ দিনের ম্যাচই ড্র হয়েছে। যদিও প্রথমটি বৃষ্টির কারণে এক দফা পিছিয়েও শেষ পর্যন্ত তিন দিনের ম্যাচে রূপান্তরিত হয়। এখন ঐ দীর্ঘ পরিসরের খেলা শেষে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের আগে দলে এসেছে পরিবর্তন। চার দিনের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেয়া মুমিনুল হকসহ দেশে ফিরে এসেছেন তিন ক্রিকেটার-জহুরুল ইসলাম, সাদমান ইসলাম আর মেহেদি হাসান মিরাজ।
শ্রীলংকা সফর শেষে এই চার ক্রিকেটার দেশের মাটিতে পা রাখেন। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহ্জুল আবেদিন নান্নু হাম্বানটোটা থেকে কলম্বো ফিরে মুঠোফোন আলাপে এ তথ্য জানিয়েছেন। ৪ দিনের ম্যাচে ‘এ’ দলের পারফরম্যান্স কেমন ছিল? কেউ তেমন নজর কেড়েছে কি? জানতে চাওয়া হলে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘দুটি ম্যাচই হয়েছে ফ্ল্যাট উইকেটে। ব্যাটিংটা মোটামুটি হলেও বোলিং বিশেষ করে দুই ম্যাচেই দ্বিতীয় ইনিংসের বোলিং ততটা ভাল হয়নি।’ প্রধান নির্বাচকের উপলব্ধি, ফ্ল্যাট উইকেটে ২০ উইকেট নেয়া কঠিন। তারপরও আমাদের বোলারদের দ্বিতীয় ইনিংসে বোলিংটা ভাল করা শিখতে হবে। এই জায়গায় ঘাটতি আছে বেশ।
এছাড়া ব্যক্তিগত পর্যায়ের মূল্যায়ন করতে গিয়ে মুমিনুল হক, সাদমান ইসলাম, মেহেদি হাসান মিরাজ আর ইবাদত হোসেনের প্রশংসা করেছেন প্রধান নির্বাচক। তার ভাষায়, ‘মুমিনুল-সাদমান ভাল ব্যাটিং করেছে। বোলিংয়ে মিরাজও শর্ট বল করা কমিয়ে ফেলে ভাল জায়গায় বল করেছে। ইবাদতও আগের চেয়ে উন্নতি করেছে।’