মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

বইমেলার সময় মেট্রোরেল চলাচল প্রসঙ্গে যা বললেন সেতুমন্ত্রী

বইমেলার সময় মেট্রোরেল চলাচল প্রসঙ্গে যা বললেন সেতুমন্ত্রী

স্বদেশ ডেস্ক

অমর একুশে বইমেলা ও তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার সময় মেট্রোরেল চলাচলে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

আজ শনিবার (২০ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডডের (ডিএমটিসিএল) দিয়াবাড়ির ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘ইজতেমার সময় মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। এ ছাড়া বইমেলার সময় সমন্বয়ের বিষয়টি বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শুক্রবার বাদে প্রতিদিন উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৮টা ৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়বে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘের শুভেচ্ছা বার্তা সম্পর্কে আমিও গণমাধ্যম থেকে অবহিত হয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি। এটাতো মিডিয়ার কল্পিত কোনো বিষয় নয়, যা হয়েছে মিডিয়া তাই বলছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছর জুনে শেষ হবে। এছাড়া রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে। এছাড়া ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877