বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

পাকিস্তান সীমান্তে ইরানের কর্নেলকে গুলি করে হত্যা

পাকিস্তান সীমান্তে ইরানের কর্নেলকে গুলি করে হত্যা

স্বদেশ ডেস্ক:

ইরানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদল এর হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্নেল হোসেইন আলি জাভদানফারসহ তিনজন নিহত হয়েছেন। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

আইআরজিসি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী সারভান প্রদেশে সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ক এক মিশনে ছিলেন জাভদানফার। সেখানেই তাকে দুই দেহরক্ষীসহ খুন করা হয়।

একদিন আগেই এই গোষ্ঠীকে লক্ষ্য করে পাকিস্তানি ভূখণ্ডে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল ইরান। জইশ আল আদল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র তাদের সদস্যের বাড়িতে আঘাত এনেছে। এতে দুইজন শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন নারী ও এক কিশোরী।

এদিকে ইরানের হামলাকে অবৈধ আখ্যা দিয়ে আজ বুধবার ইরানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানও।

ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে বলা হয়, , ২০১২ সালে প্রতিষ্ঠিত এই জঙ্গিগোষ্ঠী পাকিস্তান থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। এর আগেও সীমান্তবর্তী অঞ্চলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইরান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877