শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনী

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনী

স্বদেশ ডেস্ক:

মানিকগঞ্জের পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বুধবার সকালে নৌবাহিনীর ডুবুরি দল রজনীগন্ধা ফেরি উদ্ধারে যোগ দেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া চারজন সাঁতরে কূলে আসেন। তবে ফেরিচালকের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালেদ মাহমুদ নেওয়াজ দৈনিক আমাদের সময়কে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরিটি। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। ফেরিতে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। শুধু ফেরিচালকের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877