স্বদেশ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধুমাত্র স্ত্রীর (শেরিফা কাদের) জন্য গোটা দলকে বিক্রি করে দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) প্রধান জি এম কাদের। সোমবার (১৫ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
এদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহিলা দলের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়’ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় রিজভী বলেন, ‘জাপা প্রধান জি এম কাদের কত কথা বললেন। এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। তারা গতবার রাত্রিবেলায় নির্বাচন করেছেন। কত কথা বললেন। তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন! সেটা তার দলের লোকেরা প্রতিদিন স্লোগান দিচ্ছে।’
কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর কথা উল্লেখ করে রিজভী আরও বলেন, গত কয়েক দিনে কারাগারে ১০ জনের অধিক বিএনপির নেতাকর্মী মারা গেছেন। কারাগারে তারা চিকিৎসা পাচ্ছেন না। তাদের হাত ও পায়ে ডাণ্ডাবেড়ি পরিয়ে কারাগারের ভেতরের হাসপাতালে ফেলে রাখা হয়েছে।