স্বদেশ ডেস্ক:
দপ্তর বাড়ল প্রতিমন্ত্রী নসরুল হামিদের। নবগঠিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে তিনি বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পেয়েছিলেন। এবার তাকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দায়িত্বও দেওয়া হলো। এর ফলে পুরো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নসরুল হামিদ।
নসরুল হামিদের দায়িত্ব পুনর্বণ্টন করে আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে দপ্তর পূনর্বণ্টন করেছেন। এতে, বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে গত ১১ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনগুলো অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
গত ১১ জানুয়ারি শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ওই দিনই শপথের পর প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ রয়েছে। বিভাগ দুটি হলো বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। গত মন্ত্রিসভায় পুরো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ।