শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

স্বদেশ ডেস্ক:

লক্ষ্মীপুরে নেশার টাকা না পেয়ে মা কিরণ বেগমকে (৪৭) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে কাউছারকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গঙ্গাপুর এলাকায় আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক কাউছারকে আটক করে।

নিহত কিরণ বেগম ওই বাড়ির সৌদি আরব ফেরত প্রবাসী আবুল খায়েরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক কাউছার মাদকসেবী ছিলেন। মাদকের নেশা থেকে ফিরে আসতে তাকে রিহাবেও রাখা হয়েছিল। কিন্তু তিনি ভালো হননি। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তার মায়ের সাথে খারাপ আচরণ করতেন কাউছার। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে কাউছার তার মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে বলে সবাইকে জানান।

তবে সন্দেহ হওয়ায় তাৎক্ষিণক লোকজন তাকে আটক করে তাদের বসতঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দালাল বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কিরণ বেগম মারা গেছেন জানালে লোকজন তার লাশ বাড়িতে নিয়ে আসেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, কাউছার নেশা করতেন এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে বাড়ির লোকজন জানিয়েছেন। তাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877