স্বদেশ ডেস্ক:
রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুনে তিনশ’ ঘর পুড়ে গেছে। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার দিবাগত রাত ২টা ২৩ মিনিটে দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা ২৩ মিনিটে দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ১ম ইউনিট ২টা ২৮ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ৫টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।