শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গেজেট প্রকাশ, নতুন সংসদ সদস্যদের শপথ বুধবার

গেজেট প্রকাশ, নতুন সংসদ সদস্যদের শপথ বুধবার

স্বদেশ ডেস্ক:

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল বুধবার।

এদিন সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শিরীন শারমিন চৌধুরী নিজেও এবার রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে তিনি প্রথমে নিজে দ্বাদশ সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, তারপর অন্যদের শপথ পড়াবেন।

সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হলে শুরু হবে নতুন সরকার গঠনের পর্ব।

বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ায় বর্তমান দলটি পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার নাগাদ নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

মঙ্গলবার বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্যদের নামের তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার বেদনাথ।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গত সাতই জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ করা হয়নি।

যে ২৯৯টি আসনে ভোট হয়েছে, সেগুলোর মধ্যে একমাত্র ময়মনসিংহ-৩ আসনের ফলাফল আটকে আছে।

কাজেই বুধবার ২৯৮টি আসনে নির্বাচিত নতুন জনপ্রতিনিধিদেরকেই শপথ পড়ানো হবে।

তবে গত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে নির্বাচিতরা বুধবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিবেন কি-না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ইসির গেজেট
সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টার মধ্যেই এর ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়।

গেজেটে বিজয়ী জনপ্রতিনিধিদের পিতা-মাতার নাম, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্য থাকে।

মঙ্গলবার দুপুরে নিজেদের বৈঠক শেষে গেজেট প্রকাশের অনুমোদন দেন প্রধান নির্বাচন কমিশার কাজী হাবিবুল আউয়াল।

এরপর বিকেলে গেজেট প্রকাশ করা হয়।

‘ইতোমধ্যেই গেজেট প্রকাশ করা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই এর কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবো,’ বিবিসি বাংলাকে বলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার বেদনাথ।

গেজেট হাতে পেলে স্পিকারের নির্দেশনা অনুযায়ী শপথ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করবে সংসদ সচিবালয়।

সংসদ ভবনের নিচতলায় ‘শপথ কক্ষে’ নবনির্বাচিতদের শপথ পড়াবেন স্পিকার।

বুধবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি জানান, ‘শপথ গ্রহণের জন্য যে ধরনের প্রস্তুতি নেয়া প্রয়োজন, সবই আমরা গ্রহণ করেছি। সব ঠিক থাকলে বুধবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877