স্বদেশ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৮ জানুয়ারি) নরেন্দ্র মোদি নিজেই তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বিষয়টি জানিয়েছেন।
এক্সে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সাথে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন, এছাড়া অন্যান্য দল পেয়েছে ৩টি আসন।
এ নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল।
তবে ভোটগ্রহণের পরদিনই ভারত, চীন, রাশিয়াসহ বাংলাদেশে নিযুক্ত ১১টি দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করে নিজ নিজ দেশের ‘অভিনন্দন বার্তা’ পৌঁছে দেন তারা।
এ তিনটি দেশ ছাড়াও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, নেপাল, মরক্কো, ব্রাজিলের রাষ্ট্রদূত।